স্পোর্টস ডেস্ক:
ক্লাব ফুটবলে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সেই টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু হয়েছে। প্রথম দিনই অঘটনের শিকার হয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
‘এফ’ গ্রুপের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটের প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ডের দল ইয়াং বয়েজ। ঘরের মাঠে সেই ম্যাচে ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইয়াং বয়েজ।
ম্যাচের শুরুটা অবশ্য ম্যানইউয়েরই ছিল। ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো ফার্নাদেজের পাসে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো। তবে ম্যাচের ৬৬তম মিনিটে ও যোগ করা সময়ে দুইটি গোল করে দুর্দান্ত এক জয় তুলে নেয় ইয়াং বয়েজ। ইয়াং বয়েজের নিকোলাস গামালিও ও জর্ডান সিয়েবাটচো গোল দুইটি করেন। অন্যদিকে রোনালদোর গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার ১৩৫তম গোল।
সেরা টিভি/আকিব