স্টাফ রিপোর্টার:
দেশের সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার থেকে মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে। পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনও ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, বাংলাদেশ এবং ভারতের করোনা মহামারি পরিস্থিতির উন্নতিতে সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রবিবার থেকে আরও পাঁচটি বন্দর খুলছে।
সেরা টিভি/আকিব