স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদে বুধবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ চারটি বিল পাস হয়েছে। উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (১৫ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনের শুরুতে আইন পাস নিয়ে আলোচনা শুরু হয়। ঔপনিবেশিক ও পাকিস্তান আমলে প্রণীত মেডিকেল ডিগ্রি ও মেডিকেল কলেজ সংক্রান্ত দুটি আইন ও অধ্যাদেশ বাতিল করতে এবং ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউট করতে তিনটি আইন পাসের প্রস্তাব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সেরা টিভি/আকিব