ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগ নেতা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগ নেতা - Shera TV
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ন

ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগ নেতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

ইয়াবাসহ আদনান সুমন (২৫) নামে পাবনা জেলা ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গভীর রাতে পাবনা সদর থানাধীন পূর্ব শালগাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত আদনান সুমন সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকার আকতার হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-নাট্য বিষয়ক সম্পাদক। অপরজন কবিরপুর এলাকার তোয়াজ খানের ছেলে রাব্বি খান। সেও তার সহযোগী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদনান সুমন মহেন্দ্রপুর এলাকায় উঠতি বয়সী ছেলেদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। শুধু ইয়াবা নয় তার বিরুদ্ধে একাধিক মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ছাত্রলীগের পদ ব্যবহার করে দৈঘ্যদিন ধরেই বিভিন্ন অপকর্ম করছিল।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ কারও অপকর্মের দায়িত্ব নেবে না। সংগঠন পরিপন্থি কাজে মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। শুধু ছাত্রলীগ নয়, মাদকের সঙ্গে জড়িত যে কারও বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তাকে বহিষ্কারের সুপারিশ করা হবে।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী বলেন, ‘বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে কারও ব্যাক্তিগত দায় সংগঠন নেবে না বলে জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ছাত্রলীগ নেতা তার এক সহযোগীকে সাথে নিয়ে মহেন্দ্রপুরের সড়কে মাদক নিয়ে অপেক্ষা করছেন। ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360