ডেস্ক রিপোর্ট:
প্রতারণার মাধ্যমে গ্রাহকদের এক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিন। ইভ্যালির অ্যাকাউন্টে বর্তমানে আছে মাত্র ৩০ লাখ টাকা। প্রতিষ্ঠার পর এত অল্প সময়ে এই বিপুল টাকা কোথায় গেল, তার হদিস এখনো মেলেনি। গ্রাহকদের কষ্টার্জিত এই অর্থ কিভাবে ফেরত দেবেন, সে ব্যাপারে রাসেলকে জিজ্ঞাসাবাদ করেছিল র্যাব। তবে কোনো ‘সদুত্তর’ পাওয়া যায়নি। আবার এই বিপুল অর্থের দায় মেটাতে ব্যর্থ হলে রাসেল ‘কম্পানি দেউলিয়া ঘোষণার’ পরিকল্পনাও করছিলেন। এ অবস্থায় গুলশান থানায় এক গ্রাহকের করা মামলায় গ্রেপ্তার রাসেল-শামীমা দম্পতিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মহানগর আতিকুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মাসে ১০ লাখ টাকা নিতেন রাসেল দম্পতি : ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল পদাধিকারবলে মাসিক পাঁচ লাখ টাকা করে বেতন নিতেন। গত জুন মাস থেকে এ পর্যন্ত অনেক কর্মচারীকে বেতন দিতে না পারলেও পদাধিকার বলে প্রতি মাসে তিনি ও তাঁর স্ত্রী ইভ্যালি থেকে ১০ লাখ টাকা বেতন নিতেন। এ ছাড়া কম্পানির অর্থে ব্যক্তিগত দুটি দামি গাড়ি ব্যবহার করেতেন এই দম্পতি।
সেরা টিভি/আকিব