বিনোদন ডেস্ক:
অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে, বহুল আলোচিত এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিলের কথা জানালেন শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
ইভ্যালির সঙ্গে না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন, ‘আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এতো কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত আমি।’
এর আগে, জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ইভ্যালি নিয়ে গণমাধ্যমকে জানান, ‘ইভ্যালির সঙ্গে আমি নেই। এর বেশি কিছু জানানোর কিছু নেই।’ মূলত, চুক্তি বাতিলের নন ডিসক্লোজার শর্ত অনুযায়ী তিনি এর বেশি আপাতত বেশি কিছু জানাতে চান না। জনপ্রিয় এ তারকা বলেন, ইভ্যালির সঙ্গে তিনি নেই এটা নিশ্চিত।
উল্লেখ্য, গত ১৫ মে ইভ্যালিতে যোগ দেন মিথিলা। অন্যদিকে তার সাবেক স্বামী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের মার্চে ইভ্যালিতে যোগ দেন। দু’জনই ‘ফেস অব ইভ্যালি’ ও ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত হন প্রতিষ্ঠানটিতে। যদিও ইভ্যালিতে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড ও লেনদেনে অসঙ্গতির কারণে সরে যান তারা।
সেরা টিভি/আকিব