ইন্টারন্যাশনাল ডেস্ক:
৮৪ বছর বয়সে মারা গেলেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা। দেশটির সরকারের পক্ষ থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ১৯৯৯ সালে ক্ষমতায় এসে তিনি আলজেরিয়ার ক্ষমতায় ছিলেন ২০১৯ সাল পর্যন্ত। ২০১৩ সালে তিনি স্ট্রোক করেন এবং ২০১৫ সালে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। এরপরেও ক্ষমতায় থেকে গেছেন তিনি। তাকে জনসমক্ষে তেমন একটা দেখা যেতনা শাসনকালেও। ২০১৯ সালের নির্বাচনেও তিনি ৫ম বারের মতো প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। তবে এই দফাতেই তাকে ক্ষমতা ছাড়তে হয়।
সেসময় সমগ্র দেশে তার বিরুদ্ধে বড় বিক্ষোভ চলেছিল। সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল দেশটির সেনাবাহিনীও। এরপরই ২০১৯ সালের এপ্রিল মাসে পদত্যাগে বাধ্য হয়েছিলেন আব্দেল আজিজ। সরকারের তরফ থেকে দেয়া বিবৃতিতে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
সেরা টিভি/আকিব