মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ, আটক ২৩৫ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ, আটক ২৩৫ - Shera TV
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে লকডাউন বিরোধী বিক্ষোভ, আটক ২৩৫

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছেন। আর এই বিক্ষোভ দমনে দেশটির পুলিশ কমপক্ষে ২৩৫ জনকে আটক করেছে। খবর সিএনএন।

খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে প্রায় এক হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন। যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। বিক্ষোভ মোকাবেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভ দমন করার জন্য পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় এবং অনেকটা মারমুখীভাবে টহল দিতে থাকে। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে ২৩৫ জনকে আটক করা হয়।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১০ কর্মকর্তা আহত হয়েছেন। যাদের ছয়জনকে হাসপাতালে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে। আজ রবিবার একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানের কথা রয়েছে ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি এবং বায়রন বে-তে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360