অনলাইন ডেস্ক:
ডিজিটাল জীবনমানে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৩তম হয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে অবস্থান করছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক সম্প্রতি ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স-২০২১’ সালের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। সার্ফশার্ক বিশ্বের ১১০টি দেশের জনগণের ডিজিটাল কল্যাণের মান নিয়ে এ প্রতিবেদন করেছে। প্রতিবেদনটি করা হয়— ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণে ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার এ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে।
ডিজিটাল জীবনমানে বিশ্বের শীর্ষ ১০টি দেশ হচ্ছে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরাইল, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য।
তালিকায় সবার শেষে রয়েছে ইথিওপিয়া।
দক্ষিণ এশিয়ায় ভারত রয়েছে শীর্ষে। দেশটির বৈশ্বিক র্যাংকিং ৫৯। নেপাল রয়েছে ৮৭ নম্বরে, ৮৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে ৯৭ নম্বরে। এর আগে সার্ফশার্কের ডিজিটাল জীবনমানের ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশ অবস্থান ছিল ৮৫টি দেশের মধ্যে ৭৮তম।
সেরা টিভি/আকিব