স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের পটিয়ায় বাসের ভেতর নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ওই নারী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামী পেশায় রিকশাচালক। সোমবার নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারের চকরিয়ায় বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি।
জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে অন্তঃসত্ত্বা ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় চালক বাসটি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে এসে বাসের যাত্রীরা জানায় বাসে একজন প্রসূতি আছেন। হাসপাতালের চিকিৎসকদের বাসে গিয়ে তাকে দেখার জন্য অনুরোধ করেন।
পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক রাজীব দে মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে সাথে নিয়ে বাসের ভেতর ওই নারীকে দেখতে যান। এ সময় তারা দেখেন ওই নারীর ডেলিভারি হবার পথে। তাই তারা বাসেই প্রসূতির নিরাপদ ডেলিভারির ব্যবস্থা করেন। রাত সোয়া তিনটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রসূতি মা পুত্র সন্তানের জন্ম দেন। পরে বাচ্চা এবং মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব পরবর্তী চিকিৎসা দেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, বাসের ভেতর নরমাল ভাবেই বাচ্চা প্রসব করেছে। পরে চিকিৎসা নিয়ে মা ও সন্তান স্বাভাবিক থাকায় হাসপাতাল থেকে চলে গেছেন।
সেরা টিভি/আকিব