স্টাফ রিপোর্টার:
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৮১ বার পেছাল চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। আগামী ২৫ অক্টোবর নতুন দিন ধার্য করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তা দাখিল করেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের ওই দিন ধার্য করেন।
সেরা টিভি/আকিব