অনলাইন ডেস্ক:
ভারতের প্রসিদ্ধ ইসলাম প্রচারক মাওলানা কলিম সিদ্দিকিকে আটক করা হয়েছে। গণধর্মান্তর কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে উত্তর প্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস)।
মাওলানা কলিম সিদ্দিকি মিরাটে একটি প্রোগ্রামে অংশ নিয়ে নিজগ্রাম মুজাফফরনগরের ফুলাতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় তাকে আটক করে কারাগারে নেওয়া হয়। স্থানীয় জনগণ তার আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
উত্তর প্রদেশের এডিজি প্রশান্ত কুমার সংবাদ সম্মেলনে বলেন, ‘এ বছরের শুরুতে এটিএস কর্তৃক অভিযুক্ত ব্যাপক বেআইনি ধর্মান্তরকরণের সঙ্গে মাওলানা কলিম সিদ্দিকি সরাসরি সম্পৃক্ত ছিলেন। ধর্মান্তর কার্যক্রমকে তিনি শুধু তহবিল দিয়ে সহায়তা করেননি, বরং এ কাজে জড়িত মাদরাসাগুলোতে তহবিল গঠনে নিজের ট্রাস্টকে ব্যবহার করেছেন।’
সেরা টিভি/আকিব