অনলাইন ডেস্ক:
রাজধানীর শাহবাগের পরীবাগে বহুতল বিশিষ্ট দুই ভবনের মাঝ থেকে ইভানা লায়লা চৌধুরী (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে শাহবাগ থানায় একটি আবেদন জমা দিয়েছেন আইনজীবীরা। তারা আবেদনে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনওয়ারসহ কয়েকজন আইনজীবী শাহবাগ থানায় যান। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা থানায় আবেদনটি জমা দেন।
ইভানা যে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এ সম্পর্কিত কিছু তথ্য প্রমাণও তারা আবেদনের সঙ্গে জমা দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ইভানার মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছিল। আজ (মঙ্গলবার) আইনজীবীদের একটি দল তথ্য-উপাত্ত সম্বলিত যে আবেদন দিয়েছে, সেটি আমরা তদন্তের স্বার্থে আমলে নেব। ইভানার মৃত্যুর পেছনে যদি অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, আমরা সে বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেব। সেক্ষেত্রে অপমৃত্যুর মামলাটি নিয়মিত মামলা হিসেবে রূপান্তরিত হবে।
সেরা টিভি/আকিব