স্টাফ রিপোর্টার:
কয়েক দিনের ব্যবধানে আবারো প্যারাসেলিং দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরের কাঁকড়া পয়েন্টে উড়ন্ত প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটক তরুণী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক আহত তরুণীকে উদ্ধার করেন উপস্থিত লোকজন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শিমুল নামের এক ব্যক্তির মালিকানাধীন স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টস নামের প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে দরিয়ানগরের সৈকতে সাগর তীরের বিশাল এলাকা দখল করে প্যারাসেলিং করে আসছে। এই প্যারাসেলিং করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা। গত ১৬ সেপ্টেম্বর প্যারাসেলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই ঘটনা যেতে না যেতেই আবারো বুধবার বিকালে পর্যটক তরুণী প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছেন।
সূত্রমতে, বুধবার বিকালে এক পর্যটক তরুণী প্যারাসেলিং করতে উঠেন। কিছুক্ষণ পরই ছিটকে সাগরে পড়েন ওই পর্যটক। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের অধিক লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক- এমন অভিযোগ উপস্থিত লোকজনের।
সেরা টিভি/আকিব