যেসব মানবিক কর্মকান্ডে সকলের দৃষ্টি কাড়েন ডিআইজি হাবিব - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
যেসব মানবিক কর্মকান্ডে সকলের দৃষ্টি কাড়েন ডিআইজি হাবিব - Shera TV
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

যেসব মানবিক কর্মকান্ডে সকলের দৃষ্টি কাড়েন ডিআইজি হাবিব

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

এম.ইউ.মাহিম: পুলিশের জন কল্যাণধর্মী ভূমিকার অন্যতম আইকন ডিআইজি হাবিবুর রহমান হয়ে উঠেছেন বাংলাদেশ পুলিশের রোল মডেল। নিজেকে পেশাগত কর্মের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। নিজেকে বিলিয়ে দিয়েছেন মানবতার সেবায়। ভাসমান বেদে ও পিছিয়ে পরা হিজড়া সম্প্রদায়ের স্বপ্নের ঠিকানা “উত্তরণ পল্লীতে” ৫০টি পরিবারের প্রায় ৩’শ লোক এখন মাথা গোঁজার ঠাই পেয়েছেন এই পল্লীতে। তিনি ২০১৯ সালে উত্তরণ পল্লীর নামে ঢাকার সাভারের বংশী নদীর তীরে খঞ্জনকাঠি এলাকায় ৩ একর জমি অধিগ্রহণ নেন। সেখানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ করেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় এই খঞ্জনকাঠিতে শুরু হয় ৫০টি দুর্যোগ সহনীয় ঘর নির্মান কাজ।

২০২১ সালের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এই ঘর নির্মান শেষে হস্তান্তর করা হয় বেদে ও হিজড়া পরিবারের কাছে। নিজের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণ দরিদ্র ও অবেহলিত মানুষের সেবায়। পথশিশু, ছিন্নমূল শিশু, বেদে সম্প্রদায় এবং হিজড়া সম্প্রদায়ের পাশে, সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে, মানবতার স্বার্থে পুলিশের কার্যকর ভূমিকায় ব্যতিক্রমী অবদান রেখে চলছেন এই পুলিশ কর্মকর্তা। নিজের ঐকান্তিক প্রচেষ্টায় সাভারে গড়ে তুলেছেন স্থায়ী বেদেপল্লী। হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সেলাই কাজের ব্যবস্থা ও ‘উত্তরণ বিউটি পার্লার’ গড়ে তুলতে কোমল হৃদয়ে সহায়তার হাত বাড়িয়েছেন।করোনা মহামারির সময়ে দরিদ্র মানুষদের ত্রাণ সহায়তা, ঈদ উৎসবে ঈদ সামগ্রী বিতরণ করে মানবিকতার আলো ছড়িয়েছেন।

মানবিক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমানের ভূমিকার কারণে বাংলাদেশের বেদে ও হিজড়া জনগোষ্ঠীর অনেকের সামাজিক অবস্থানে পরিবর্তন এসেছে। সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও মূলধারায় উঠিয়ে আনতে তাঁর ভূমিকা সকলকে বিস্মিত করেছে। পুলিশ জনগণের প্রকৃত বন্ধু এই মূল মন্ত্রকে তার দূরদর্শী নেতৃত্বগুণে শতভাগ প্রতিপন্ন করেছেন। এছাড়াও ডিআইজি হাবিবুর রহমানের একক প্রচেষ্টায় রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতিষ্ঠিত হয় পুলিশ মুক্তিযুদ্ধের জাদুঘর, যা এক ঐতিহাসিক স্থাপনা। মুক্তিযুদ্ধের চেতনার দায়বদ্ধতা থেকেই তার এই মহান উদ্যোগ। মাদারিপুরে পুলিশ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। একাধিক সূত্রের তথ্য মতে, পরবর্তী ডিএমপি কমিশনার হিসেবে মো.হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম রহমানের নাম পুলিশ সদস্যদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছে। ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেতে যাওয়া হাবিবুর রহমান ব্যতিক্রমী অনেক কাজ করে বাহিনীতে আলোচিত ও প্রশংসনীয়

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360