গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে।

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ৩১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৭০ জনে। এছাড়া গেল একদিনে সারা দেশে ৮২১টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৯ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও এক হাজার ৩১০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৪৯ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.০৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭.৪৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২৭ হাজার ৪৭০ জনের মধ্যে ১৭ হাজার ৬৩৫ জন পুরুষ এবং ৯ হাজার ৮৩৫ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২১২ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। এছাড়া গতকাল ২৫ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৬০১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৭১ হাজার ৬৯৬ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ১১৫ জনে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360