বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেয়ার আদেশ দিয়েছে আদালত। গাড়ির দামের সমপরিমাণ বন্ডে জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার। এর আগে, ২৬ সেপ্টেম্বর জব্দ করা ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন আদালতে দাখিল করে সিআইডি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জব্দকৃত আলামত ফেরত দেয়া হলে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, পরীমণি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।
২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমণিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।
সেরা টিভি/আকিব