অনলাইন ডেস্ক:
নানা ও মামার সঙ্গে চশমা কিনতে হালিশহরের বাসা থেকে বের হয়েছিলেন মেহেরীন মাহবুব সাদিয়া (২০)। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে চশমা কিনে নানার হাত ধরে বাসায় ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ পা পিছলে নালায় পড়ে যান। তখন সময় রাত ১০টা। এরপর অনেক খোঁজাখুঁজি করে রাত ৩টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। করুণ এই মৃত্যুর শিকার সাদিয়া লেখাপড়া করতেন চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে। প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
সেরা টিভি/আকিব