ডেস্ক রিপোর্ট:
ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুই দিনের এ রিমান্ড দেন আদালত। এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।
এর আগে, করোনাভাইরাসের টিকাসহ নানা বিষয়ে বিভ্রান্তকর বক্তব্য দেয়ায় বিতর্কিত বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে পুলিশ। সোমবার রাতে লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
সম্প্রতি ওয়াজমাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। করোনাভাইরাসের টিকা দেয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠস্বর পাল্টে মেয়েদের মতো হয়ে যাচ্ছে বলে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন মুফতি ইব্রাহিম।
এছাড়া শেক্সপিয়ারকে আরবের শেখ জুবায়ের হিসেবে মন্তব্য করেও হাস্যরসের জন্ম দেন তিনি। অবশেষে করোনাভাইরাসের টিকাসহ নানা বিষয়ে বিভ্রান্তকর বক্তব্য দেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এছাড়া, প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।
সেরা টিভি/আকিব