স্পোর্টস ডেস্ক:
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের টিকিট নিশ্চিত দিল্লির উপর চাপ কম ছিল। তবে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে রোহিত শর্মাদের কাছে এই ম্যাচটি জয়ের প্রয়োজন ছিল। যদিও শেষমেশ ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় মুম্বাইকে।
শনিবার শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করেছিলো মুম্বাই। জবাবে ৬ উইকেট হারালেও ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে দিল্লি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৪ রান। ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন অশ্বিন।
এর আগে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ৯৩ রানে পড়ে যায় ৬ উইকেট। সেখানে থেকে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ শেষ করেন শ্রেয়াস আইয়ার ও অশ্বিন।
সাবেক অধিনায়ক আইয়ার ৩৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন, অশ্বিনের ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রানের ইনিংস। এছাড়া পান্ত ২২ বলে ২৬ ও শিমরন হেটমায়ার ৮ বলে ১৫ রান করেন।
প্রথম ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে পাঠান দিল্লির আভেশ খান। সেই যে শুরু, এরপর আর সে অর্থে ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বাই। রানের গতি তো বাড়াতে পারেইনি, উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১৮ বলে ১৯), সূর্যকুমার যাদব (২৬ বলে ৩৩), সৌরভ তিওয়ারিরা (১৮ বলে ১৫) সম্ভাবনাময় শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।
শেষদিকে দুই ভাই ক্রুনাল পান্ডিয়া (১৫ বলে ১৩*) ও হার্দিক পান্ডিয়া (১৮ বলে ১৭) আশা জাগালেও পারেননি বড় কিছু করতে। যে কারণে মুম্বাইয়ের ইনিংস থেমে যায় মাত্র ১২৯ রানে।
দিল্লির পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নেন আভেশ খান। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ২১ রান খরচায় নেন ৩ উইকেট। অন্য দুই উইকেট যায় এনরিচ নর্টজে ও রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে।
এ জয়ের পর ১২ ম্যাচে দিল্লির সংগ্রহ ১৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা চেন্নাইয়ের নামের পাশেও রয়েছে ১৮ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে, ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে মুম্বাই।
সেরা টিভি/আকিব