দীর্ঘদিন আড়ালে থাকা রানাঘাটের রানু মন্ডল এবার ভাইরাল হলেন ‘মানিকে মাগে হিতে’ গেয়ে। তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। লাল টিশার্ট পরে রানুর গাওয়া গানটির ভিউ ১৫ লাখের কাছাকাছি।
রেল স্টেশনে বাস করা রানু মন্ডলের কণ্ঠে লতা মঙ্গেশকরের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ২০১৯ সালে। ওই গান দিয়ে দেশব্যাপী পরিচিতি পান রানু মন্ডল।
এরপর গানের নানা অনুষ্ঠানে ডাক পেতে থাকেন রানু। একপর্যায়ে ভারতের জনপ্রিয় সুরকার ও শিল্পী হিমেশ রেশামিয়া তার একটি ছবিতে রানুকে গাওয়ার সুযোগ দেন। হিমেশ-রানুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ গানটি পায় জনপ্রিয়তা।
এরপর রাতারাতি বদলে যায় রানাঘাট স্টেশনে ভিক্ষা করে দিন কাটানো রানুর জীবন। দু-একটি অ্যাওয়ার্ড ফাংশনেও দেখা যায় তাকে। তবে ভক্তদের সঙ্গে বিরূপ আচরণ করায় সমালোচনার মুখে পড়েন রানু। এছাড়া কড়া মেকআপের জন্য নেটিজেনদের হাসির খোরাকও হতে হয়েছে তাকে।
তবে সেই রানু বর্তমানে লাইমলাইটের বাইরে। মুম্বাইয়ের রঙিন আলো থেকে ফিরে এসেছেন রানাঘাটের সেই স্যাঁতস্যাঁতে বাড়িতে। হাতে নেই নতুন কোন কাজ, গানের জন্য আর ডাক পাননা তিনি।
রানু মন্ডলের সময় ভালো না গেলেও ভক্তদের জন্য আশার কথা হলো তার জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘মিস রানু মারিয়া’নামের ছবি। হৃষিকেশ মন্ডলের পরিচালনায় এতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন ঈশিকা দে। এ ই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে হিমেশ রেশামিয়াকে।
নভেম্বরে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের মার্চ বা এপ্রিলে মুক্তি পাবে রানুর বায়োপিক।
সেরা টিভি/আকিব