গান গাওয়া পছন্দ করেন না বাবা, অভিমানে তাই বাড়ি ছেড়েছিলেন ফারুক মাহফুজ আনাম নামের এক কিশোর। ঘরছাড়া সেই ছেলেটিই আজকের তারকা শিল্পী জেমস। ঘর ছেড়ে সফল হওয়া মানুষদের মধ্যে তিনিও একজন। বন্ধুদের সঙ্গে নিয়ে এক ব্যান্ড দিয়ে শুরু করে আজ জনপ্রিয়তার শীর্ষে তিনি।
রাজশাহীর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন চট্টগ্রামে, সেখানেই বন্ধুদের সঙ্গে প্রতিষ্ঠা করেন ফিলিংস ব্যান্ড। ৮০র দশকে এই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন তিনি। ৯০ এর দশকে জেল থেকে বলছি, লেইস ফিতা লেইস এর মতো গান গেয়ে উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে। দুই হাজার সালে নতুন ব্যান্ড নগর বাউল প্রতিষ্ঠার পর প্রকাশ করেন দুষ্ট ছেলের দল ও বিজলি নামের দুটি অ্যালবাম।
মা, দুঃখিনী দুঃখ করো না, বাবা, মিরাবাঈ এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
চলচ্চিত্রের প্লে ব্যাকেও সফল তিনি। দেশা-দ্য লিডার ও ‘সত্ত্বা’ ছবিতে গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও জনপ্রিয়তা পেয়েছেন জেমস। গ্যাংস্টার সিনেমার ‘ভিগি ভিগি’ গান দিয়ে বলিউডে যাত্রা শুরুর পর লাইফ ইন এ মেট্রো সিনেমার আলবিদাসহ বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
কাজ করেছেন বিজ্ঞানপনচিত্রেও। শখের বশে করা ফটোগ্রাফিও করেন তিনি।
সেরা টিভি/আকিব