সড়ক উদ্বোধন করলেন রিকশা চালকের স্ত্রী, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
সড়ক উদ্বোধন করলেন রিকশা চালকের স্ত্রী, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান - Shera TV
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

সড়ক উদ্বোধন করলেন রিকশা চালকের স্ত্রী, প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক:

রাস্তার উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে এসেছেন উপজেলা চেয়ারম্যান। সঙ্গে অনেক লোক। স্থানীয় জনপ্রতিনিধিরাও আছেন সেখান। ফিতা কেটে উদ্বোধন হবে রাস্তাটি। ফিতা কেচি এবং উপজেলা চেয়ারম্যন সাবই প্রস্তুত। এমন সময় জনগণ দেখলেন জনপ্রতিনিধির এক মহানুভভতা। নিজে রাস্তার উদ্বোধন না করে ফিতা কাটালেন এক রিকশাচালকের স্ত্রীকে দিয়ে।

এমন ঘট্না ঘটেছে যশোরের মণিরাপুরের জলকর রোহিতায়। দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার হওয়া ৫০০ ফুটের একটি ইটের রাস্তা উদ্বোধন করেছেন স্বপ্না খাতুন। তিনি স্থানীয় রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী।
এ সময় তার পাশেই ছিলেন উপজেলার রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার সরদার, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, আলতাফ হোসেন, শেখ রাশেদ আলী, ইউপি সদস্য মহিতুল হোসেন, মাস্টার দেবাশীষ বিশ্বাস প্রমুখ ।

এর আগে গত ৯ আগস্ট কর্দমাক্ত রাস্তায় এক নারীর রিকশা ঠেলার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ছবিতে দেখা যায়, কাদার মধ্য দিয়ে রিকশা টেনে নিচ্ছেন একজন পুরুষ। পেছন থেকে ঠেলছেন এক নারী। সেই নারী এই স্বপ্না খাতুন।

ভাইরাল ছবিটি দেখে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম রাস্তাটি পরিদর্শনে যান। তখন তিনি রাস্তাটি সলিং করার উদ্যোগ নেন। শুক্রবার নিজে উপস্থিত থেকে সেই রিকশাচালকের স্ত্রীকে দিয়ে ফিতা কাটিয়ে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করান।

উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, ফেসবুকে ছবিটি দেখে খুব খারাপ লেগেছিল। একজন নারী তার স্বামীর রিকশা ঠেলে মূল রাস্তায় তুলে দেন নিয়মিত। এরপরই এডিবির অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তাটি করে দিয়েছি। ভেবেছিলাম, প্রধানমন্ত্রীর জন্মদিনে সড়কটির উদ্বোধন করবো। কিন্তু অনেক প্রোগ্রাম থাকায় সেদিন সম্ভব হয়নি। স্বপ্না খাতুনকে দিয়েই রাস্তাটি উদ্বোধন করানো হয়েছে। কারণ এটি সংস্কারে তার ভূমিকাই সবচেয়ে বেশি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360