ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালির মিলান শহরে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত হয়েছে। রবিবার ইতালির উত্তরাঞ্চলীয় শহরটিতে একটি আবসিক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম লা প্রেস ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে জানায়, বিমানের পাইলটসহ সব আরোহী নিহত হয়েছেন। বিমানের আরোহীরা ফরাসি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে, দেশটির কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।
ফায়ার সার্ভিস কর্মীদের করা টুইটে উল্লেখ করেছেন, মিলানের পার্শ্ববর্তী সান ডোনাটো মিলানিসের একটি পাতালরেলের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। তবে, বিমানের আরোহী ছাড়া আর কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সেরা টিভি/আকিব