শাহরুখ খানের ছেলে প্রমোদতরীতে মাদকসহ গ্রেপ্তার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
শাহরুখ খানের ছেলে প্রমোদতরীতে মাদকসহ গ্রেপ্তার - Shera TV
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

শাহরুখ খানের ছেলে প্রমোদতরীতে মাদকসহ গ্রেপ্তার

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
( ফাইল ছবি )

অনলাইন ডেস্ক:
তারকা অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। এই প্রমোদতরীর পার্টিতে যেতে ১ লাখ টাকা করে টিকিট কিনেছেন সকলে। তবে শাহরুখ পুত্রের জন্য তা ছিলো ফ্রি। অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবির আধিকারিকেরা। মুম্বই থেকে গোয়ার উদ্দেশে ক্রুজ রওনা দেওয়ার কিছু পরেই শুরু হয় রাত পার্টি। আগে থেকেই এনসিবি-র কাছে খবর ছিল, মাঝসমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে যখন মাদকসেবনে বুঁদ হয়ে অনেকে, তখন তাদের হাতেনাতে ধরে ফেলেন এনসিবির আধিকারিকেরা। বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএ-র মতো মাদকও রয়েছে। মাঝ সমুদ্রে আটক করা হয় মাদকসেবনরত ১০ জনকে। তাঁদের মধ্যে বলিউডের এক প্রথম সারির অভিনেতার ছেলে আরিয়ান রয়েছেন। তিনিও রাত পার্টির হুল্লোড়ে বুঁদ হয়ে মাদক সেবন করছিলেন বলে তারা জানান।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মুম্বইতে যথেষ্ট তৎপর এনসিবি। সুশান্তের মৃত্যুর পরেই জানা যায়, বলিউডের বিভিন্ন পার্টিতে নামী তারকারা কী ভাবে নেশায় বুঁদ হয়ে থাকেন! বাদ ছিলেন না সুশান্তও। এর পরেই মাদক-কাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম। জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোনে, শ্রদ্ধা কপূর, রাকুলপ্রীতদের। শনিবারও এক নামী তারকা-পুত্রকে আটক করল এনসিবি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360