স্পোর্টস ডেস্ক:
প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেট নিয়ে রেকর্ডের তালিকায় উঠেছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিস পেরি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের রান সংখ্যা এখন ৫০০২।
ভারতীয় নারী দলের বিপক্ষে কারারা ওভালে সিরিজের একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে এই রেকর্ডটি গড়েন পেরি।
এই টেস্টে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেটসংখ্যা ছিল ২৯৮। ভারতের প্রথম ইনিংসে ৭৬ রানে ২ উইকেট নিয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩০০ উইকেটের দেখা পান চলতি সময়ে নারীদের ক্রিকেটে অন্যতম সেরা এ অলরাউন্ডার।
পেরির এ অর্জন কতটা তাৎপর্যপূর্ণ, তা বুঝিয়ে দিচ্ছে ছেলেদের ক্রিকেটের পরিসংখ্যান। তিন সংস্করণ মিলিয়ে ছেলেদের ক্রিকেটে ন্যূনতম ৫০০০ রান ও ৩০০ উইকেটের তালিকা খুব একটা বড় নয়। ছেলেদের টেস্টের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র ১৭ জন ক্রিকেটার এই অর্জনের দেখা পেয়েছেন। ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।
শীর্ষ পাঁচে এরপর যথাক্রমে শন পোলক, চামিন্দা ভাস, ড্যানিয়েল ভেট্টোরি, ও কপিল দেব। ছয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেরা টিভি/আকিব