ই-কমার্সের প্রতারণার ঘাঁটির সন্ধান মিলছে। একের পর এক প্রতারকদের মুখোশ খুলে যাচ্ছে। ‘এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন (৩১) ও তার স্ত্রী পরিচালক শারমিন আক্তারকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অর্থ পাচারের মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম জামিনের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কলাবাগান থানায় দায়ের করা অর্থ পাচার আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান। আসামিদের পক্ষে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান।