সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় ২১ অক্টোবর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় ২১ অক্টোবর - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় ২১ অক্টোবর

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়নি। ঢাকার বিশেষ জজ আদালতে গতকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণার কথা ছিল। রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে ২১শে অক্টোবর। এসকে সিনহা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
মামলার এজাহারভুক্ত আসামি মো. জিয়াউদ্দিন আহমেদ তদন্তের সময় মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে ২০১৯ সালের ১০ই জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360