অনলাইন ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার গানের অ্যালবাম আনলেন। ‘জননী’নামের এই অ্যালবামের থিম ‘নারীশক্তি’। এতে গানের মাধ্যমে নারীশক্তির জয়গানই তুলে ধরা হয়েছে। অ্যালবামের আটটি গানই লিখেছেন মমতা, এর মধ্যে একটি গান শোনা যাবে তার কণ্ঠে।
আজ বুধবার মহালয়ার দিনই নজরুল মঞ্চে নিজের গাওয়া গানের অ্যালবাম প্রকাশ করলেন মমতা। গাইলেন গান। একই মঞ্চে দাঁড়িয়ে মমতার সঙ্গে গলা মেলান নচিকেতা, বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। মমতা বাজালেন সিন্থেসাইজারও। মহালয়ার দিন মমতা নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশও করেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই পূজার অ্যালবামও প্রকাশ করেন।
উল্লেখ্য, শুধুমাত্র প্রশাসনিক প্রধান হিসাবেই নয়। বারবার নানাভাবে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরেছেন তিনি। কখনও লিখেছেন গান। দিয়েছেন সুর। আবার ছবি আঁকেন। তিনি তুলির বদলে পেনসিল দিয়েই ছবি আঁকেন।
সেরা টিভি/আকিব