বিনোদন ডেস্ক:
নার্কোটিক্স কনট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আজ ৭ই অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই কাটাতে হবে আরিয়ানকে। এমন সময়ে ছবির শুটিংয়ে একেবারেই মন বসাতে পারবেন না শাহরুখ খান। বিষয়টি মাথায় রেখেই পিছিয়ে দেয়া হলো ‘পাঠান’- ছবির শুটিং। ১০ই অক্টোবর এ ছবির শুটিংয়ের জন্য স্পেনে পাড়ি দেয়ার কথা ছিল শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের। কথা ছিল একটি রোমান্টিক গানের শুটিংয়ের। ছবির মতো সুন্দর ম্যালরকা এবং কাদিজে হবে শুটিং। কিন্তু এ ছবিসহ সব ধরনের শুটিং বাতিল করেছেন শাহরুখ।
জানা গেছে, আরিয়ান যতদিন জেল থেকে মুক্ত না হচ্ছেন ততদিন শুটিং করবেন না এ তারকা। শাহরুখ জোর চেষ্টা চালাচ্ছেন ছেলের মুক্তির ব্যাপারে। এই দুঃসময়ে সালমান খান, কাজলসহ অনেক তারকাই শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। জানা গেছে, শাহরুখপুত্র আরিয়ানকে সাধারণ বন্দিদের মতোই রাখা হয়েছে। খাবারও দেয়া হচ্ছে তেমন। এদিকে, ২০১৮-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জিরো’। তারপর নতুন কোনো ছবি সাইন করেননি। ‘পাঠান’ ছবিতেই কামব্যাক করতে চলেছেন রোমান্স কিং শাহরুখ। তবে এই ছবিটি ছাড়াও শাহরুখকে দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও করতে, যার মধ্যে রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’।
সেরা টিভি/আকিব