এম.ইউ.মাহিম: করোনা মহামারির কারনে দীর্ঘসময় পর শ্রেণিকক্ষে ফিরেছে দেশের সকল স্কুল কলেজগুলোর শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে। এসব কোমলমতি শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ব্যতিক্রমী ভূমিকায় কাজ করছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজেরা ও সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) জাহিদুল ইসলাম। উপজেলা প্রশাসনের শীর্ষ এই দুই কর্মকর্তা বৃহস্পতিবার (৭ অক্টোবর) লালমোহন “হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে” আকস্মিক পরিদর্শনে যান। তাঁরা প্রতিষ্ঠানটিতে পাঠদান চলাকালীন একটি শ্রেণিকক্ষে গিয়ে হাজির হন। এরপর অন্যান্য শিক্ষার্থীদের মতো শিক্ষার্থী হয়ে বেঞ্চের পেছনের সাড়িতে খালি জায়গায় বসে মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠদান শুনেন। শিক্ষকের পাঠদান শেষে পল্লব কুমার হাজেরা (ইউএনও) শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন পরার্মশ প্রদান করেন। তাঁর এমন ভূমিকায় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্য উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। এসময় প্রতিষ্ঠানের পরিচালক রুহুল আমিন উপস্থিত ছিলেন।