স্টাফ রিপোর্টার:
আগামি ১৫ অক্টোবর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভারতের দরজা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন দিক বিবেচনায় নেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ অক্টোবর থেকে চার্টারড ফ্লাইটে আসা বিদেশি ট্যুরিস্টদের ভিসা দেয়া শুরু হবে। সাধারণ পর্যটকরা এখনই এ ভিসা পাবেন না।
সাধারণ ফ্লাইটে ভারতে যাওয়া পর্যটকরা ১৫ নভেম্বর থেকে ভিসা পাবেন বলে ওই বিবৃতিতে জানানো হয়। এতে আরো বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব কোভিড বিধিনিষেধ জারি করেছে, ভারতে প্রবেশের পর সেগুলো সকল ট্যুরিস্টদের মেনে চলতে হবে। এর আগে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল, প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা একদম বিনামূল্যে দেয়া হবে। সাব-রেজিস্ট্রার হত্যায় ৪ জনের ফাঁসি
করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের উপর বিধিনিষেধ দেয় ভারত সরকার। নতুন সিদ্ধান্তে সেসব বিধিনিষেধও শিথিল করা হয়েছে।
সেরা টিভি/আকিব