শাহরুখ পুত্রকে আটক করেছিলো বিজেপি কর্মী ও প্রাইভেট গোয়েন্দা, তোলপাড় চলছে - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
শাহরুখ পুত্রকে আটক করেছিলো বিজেপি কর্মী ও প্রাইভেট গোয়েন্দা, তোলপাড় চলছে - Shera TV
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

শাহরুখ পুত্রকে আটক করেছিলো বিজেপি কর্মী ও প্রাইভেট গোয়েন্দা, তোলপাড় চলছে

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
এনসিবি’র জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে আরিয়ানকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক:
অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার এক বন্ধুকে প্রমোদতরী থেকে মাদকের অভিযোগে প্রথমে আটক করেছিলো নরেন্দ্র মোদির দল বিজেপি কর্মী মানুশ ভানুশালি ও প্রাইভেট গোয়েন্দাকর্মী কে পি গোসাওয়ি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) প্রমোদতরীতে আরিয়ানের যাবার বিষয়ে কিছুই জানতো না। তারা প্রথমে আরিয়ানকে আটক করেনি বলে জানিয়েছে। ঘটনার রাতে বিজেপি কর্মী ভানুশালি আর প্রাইভেট গোয়েন্দা গোসাওয়ি তাকে ধরে ‘এনসিবি’ অফিসে নিয়ে যায়। এমন নাজুক ঘটনায় ভারত জুড়ে এখন ব্যাপক সমালোচনা আর তোলপাড় হচ্ছে। তারা এভাবে কাউকে আটক করতে পারে কি-না। সম্প্রতি মোদির এলাকা গুজরাটের বিশাল হেরোইনের চালান আড়াল করতে আরিয়ান চিত্র সামনে আনা হয়েছে বলে সমালোচনা চলছে। শাহরুখ খানকে ঝামেলায় রাখার একটা ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। নিউইয়র্কের ‘নিউজ ডে’ গতকাল একটি ফিচার রিপোর্ট প্রকাশ করে এসব ভেতরের তথ্য জানিয়েছে।
এদিকে রাজ্যের মন্ত্রী নবাব মালিকও নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) ভূমিকা নিয়ে কথা বলেছেন । তাঁর কথায়, সবই ষড়যন্ত্র। সাংবাদিক সম্মেলনে বললেন, আটক হওয়ার পর আরিয়ান খান এবং তাঁর সঙ্গি আরবাজ মার্চেন্টকে যে দু’জন ধরে আনছিলেন, তাঁর এনসিবির অফিসারই নন। এক জন বিজেপি কর্মী, অন্য জন প্রাইভেট গোয়েন্দা। তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, আরিয়ানকে ধরে এনসিবি অফিসে নিয়ে আসছেন কে পি গোসাওয়ি। তিনি আরিয়ানের সঙ্গে সেলফি তুলে ইতিমধ্যেই ভাইরাল। এনসিবি তখনই জানিয়ে দেয়, এই গোসাওয়ি তাদের কর্মী নন। তাহলে কে? নবাব মালিক জানালেন, গোসাওয়ি হলেন প্রাইভেট গোয়েন্দা সদস্য।
আরবাজকে ধরে আনছিলেন মণীশ ভানুশালী। তিনি বিজেপি কর্মী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ছবি রয়েছে মণীশের। মালিকের প্রশ্ন, এ রকম হাইপ্রোফাইলদের কীভাবে বাইরের লোকেরা ধরে আনতে পারে!
গত শনিবার রাতে প্রমোদতরীতে তল্লাশি। তার পর আট জনকে আটকের ঘটনা ঘটে। তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ানও। আরিয়ানকে রিমান্ড শেষে ১৪ দিনের কারাবাস দেয়া হয়েছে।
কংগ্রেস প্রথমেই অভিযোগ করেছে, গুজরাটের মুন্দ্রা উপকূলে হেরোইন উদ্ধারের ঘটনা চাপা দিতে আরিয়ানকে নিশানা করা হয়েছে। এনআইএ জানিয়ে দিয়েছে, সম্প্রতি আদানি গোষ্ঠী পরিচালিত মোদির এলাকা গুজরাটের মুন্দ্রা বন্দরে প্রায় ৩,০০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধারের মামলার তদন্তভার হাতে নিয়েছে তারা। তার পরেই কংগ্রেস আবারও আঙুল তুলেছে বিজেপি সরকারের দিকে। ‘বিজেপির বিরুদ্ধে যাঁরা আছেন, তাঁদের কলঙ্কিত করতে এনসিবিকে ব্যবহার করছে বিজেপি কর্মী।’
এদিকে নারকেটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, শনিবার প্রমোদতরীতে অভিযানের আগে তারা জানতই না সেখানে আরিয়ান ছিলেন। ছেলের গ্রেপ্তারের ঘটনায় ভেঙে পড়েছেন শাহরুখ। ছেলে ঘরে না ফেরা পর্যন্ত সিনেমার কাজ করবেন না বলে তিনি জানিয়েছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360