ডেস্ক রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশে ঢুকে একটি বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা নাখারজান গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের টানা-হেঁচড়ায় বাড়ির মালিক আহত হন। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। রাতের অন্ধকারে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করার দাবি করেছে ভারতীয় বাহিনী। এ ঘটনায় তারা ভুল স্বীকারও করেছে।
সেরা টিভি/আকিব