অনলাইন ডেস্ক:
মাদককাণ্ডে বন্দি শাহরুখপুত্র আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবি’র হাত থেকে মুক্ত করে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের আদালত। এরই মধ্যে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়েছে।
সোমবার পর্যন্ত আরিয়ানকে তাদের হেফাজতে রাখতে বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে আবেদন করে এনসিবি। কিন্তু আদালত এই আবেদনে সাড়া না দিয়ে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে, ২রা অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরিতে মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবি।
সেরা টিভি/আকিব