বক্তব্যেরে শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগ যুগ ধরে চলছে তা তুলে ধরে ছোটবেলায় পূজার স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আমি আগে বিভিন্ন মন্দিরে যেতাম, ঘুরতাম, খেতাম। এখন আর প্রধানমন্ত্রী হওয়ার পর পারি না। আমি বের হলেই জ্যাম লেগে যায়। ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে যেতাম। এখন একটা বড় জেলে বন্দি আছি। ২০০৭ একটা ছোটো জেলে ছিলাম।
প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন স্বাধীন বাংলায় সবার সমান অধিকার। সংবিধানেও তা স্পষ্ট করা আছে। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। স্বাধীন বাংলায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। কিছু মানুষের মধ্যে দুষ্ট বুদ্ধিটা আছে। যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটা নষ্ট করা। বাংলাদেশে যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সময় এই যাত্রাটাকে ব্যাহত করা এবং দেশের মধ্যে সমস্যা তৈরি করা।
কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় কেউ ছাড় পাবে না। প্রযুক্তির যুগ সবাইকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। দায়ীদের এমন শাস্তি দেয়া হবে, যেনো ভবিষ্যতে আর কেউ সম্প্রীতি নষ্ট করার সাহস না পায় বলেও হুঁশিয়ারী দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে খুঁজে আমরা বের করবই। এটা প্রযুক্তির যুগ তাদেরকে খুঁজে বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেয়া হবে। আমরা তা করেছি এবং করবো।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকারের নেয়া নানান উদ্যেগের কথা জানান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
সেরা টিভি/আকিব