অনলাইন ডেস্ক:
যশোরের অভয়নগরে হেলিকপ্টার করে দ্বিতীয় বৌকে নিয়ে গেলেন আল ফারুক প্রপার্টিজের চেয়ারম্যান যশোর জামেয়া ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মুফতি লুৎফর রহমান ফারাকী (৫৫)। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার সময় উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের ব্যাপারে মুফতি লুৎফর রহমান ফারাকী জানান, প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। ব্যাস্ততার কারণে সময় বাঁচাতে তিনি হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছেন। অন্য কোন ব্যাপার নয়। করোনার কারণে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসীকে জানানো হয়নি। তবে হেলিকপ্টার নিয়ে আসায় মানুষ ভিড় করেছে। এখবর সোশ্যালি মিডিয়াতে ছড়িয়ে পরলে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে তুমুল প্রতিক্রিয়া। কেউ কেউ সাধুবাদ জানানোর পাশাপাশি উপহাসও করেছেন। শাহজাহান সিরাজ নামে একজন লিখেছেন’ পুরুষ কে একাধিক বিয়ের অনুমতি আল্লাহ দিয়েছেন এতে লাফালাফির কি আছে?’ ইলিসিয়াম ইপি নামে একজন লিখেছেন ‘ তৃতীয় নাম্বার বিয়েতে রকেট নিয়ে যাইয়েন চাচা’
সেরা টিভি/আকিব