ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার - Shera TV
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় গতকাল শুক্রবার জুমার দিন মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা করা হয়েছে। সাধারণ মুসল্লিরা দোয়ায় অংশ নেন। শুক্রবার দুপুরে ঢাকার কয়েকটি রাস্তায় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট মারা হলে কয়েকজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গত বুধবার থেকে নিরাপত্তা জোরদার করতে ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়। বিভিন্ন জেলায় সংঘর্ষ ও হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। চাঁদপুরের হাজীগঞ্জে গত বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই সংঘর্ষে নিহত চারজনের মরদেহ শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কুমিল্লায়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনার তদন্ত চলছে, আমরা অনেক তথ্য পাচ্ছি। এটা প্রযুক্তির যুগ তাদেরকে খুঁজে বের করা হবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমরা তা করেছি এবং করবো। বাংলাদেশে যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সময় এই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতেই এই সমস্যা তৈরি করা হয়েছে।’
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বুধবার রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, উপজেলায় মোট ১২টি পূজামণ্ডপ ভাঙচুর হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি ও মন্দির ভাঙার দায়ে মন্দির কর্তৃপক্ষ একটি মামলা করেছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে জনতা-পুলিশের সংঘর্ষে নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কুমিল্লার ঘটনাটি স্বার্থান্বেষী মহল ও চক্রান্তকারীদের উদ্দেশ্যমূলক কাজ বলে মনে করছে সরকার। যারা এই ঘটনায় জড়িত, তাদের শিগগিরই ধরা হবে। ইতোমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার পূজামণ্ডপে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হৃদয়বিদারক কিছু ঘটনাও ঘটেছে। চাঁদপুরে চারজন নিহত হয়েছেন। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী ও দায়িত্বরত ব্যক্তিরা নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360