স্টাফ রিপোর্টার:
আরজে নীরবের মা রোকেয়া পারভীন বলেছেন, আমার ছেলে সব সময় বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কারো কোনো ক্ষতি করেনি। এখন যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা সত্যি না, আমার ছেলে কোনো অপরাধ করেনি। আমার ছেলের মুক্তি চাই। শনিবার আরজে নীরবের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে কান্না বিজরিত কণ্ঠে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র এবং দেশের এফএম রেডিওর জনপ্রিয় ব্যক্তিত্ব আরজে নীরবকে (মো. হুমায়ূন কবির নীরব) ৮ অক্টোবর গ্রেফতার করা হয়। ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে চাকরিরত ছিলেন তিনি। তবে কিউকমের মালিকানায় তার কোনো অংশীদারত্ব না থাকা সত্ত্বেও তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
সেরা টিভি/আকিব