নিউইয়র্কে আইটিভি’র বর্ণাঢ্য সিরাতুন্নবী কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিউইয়র্কে আইটিভি’র বর্ণাঢ্য সিরাতুন্নবী কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত - Shera TV
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

নিউইয়র্কে আইটিভি’র বর্ণাঢ্য সিরাতুন্নবী কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক:
‘বিশ্ব মানবতার কল্যাণে মুহাম্মদ (সা.)’ শীর্ষক সিরাতুন্নবী কনফারেন্স ২০২১ গ্লোবাল দাওয়াহ চ্যানেল আইটিভির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে । স্থানীয় তাজমহল হল জুড়ে ছিলো বর্ণাঢ্য এই আয়োজন। শুক্রবার সন্ধ্যায় সিরাতুন্নবী কনফারেন্স ২০২১-এ অংশ নিতে দর্শক শ্রোতারা বিকেল ৫টা থেকেই তাজমহলে আসতে শুরু করেন। খ্যাতিমান আলোচকগণ মাগরিবের নামাজের পর তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এর আগে কবিতা পাঠ, তরুণ মেধাবী শিক্ষার্থীদের কোরআন পাঠ ও তাদের বক্তব্য উপস্থিত দর্শকদের মনোযোগ কাড়ে। রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানস্থল ছিলো কানায় কানায় পরিপূর্ণ। শুধু পুরুষরাই নন অসংখ্য নারী দর্শক শ্রোতা এ সময় তাদের শিশুদের নিয়ে উপস্থিত ছিলেন। স্কলারদের বক্তব্য শুনতে অনুষ্ঠানে অনেক অভিভাবক তাদের কিশোর ও যুবক সন্তানদের নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।

সিরাত কনফারেন্স ২০২১ এর আয়োজক, আইটিভির ইউএসএ-এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সব মানুষের জন্য আদর্শ। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর মহান আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই সিরাতুন্নবী কনফারেন্স। আইটিভি ইউএসএ সিরাতুন্নবী কনফারেন্স ২০২১ সরাসরি সম্প্রচার করেছে। মাগরিবের নামাজের পর মূল অনুষ্ঠান শুরু হয়। কনফারেন্সে খ্যাতিমান ইসলামি বক্তা ও স্কলারগণ আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখেন। তাঁরা হলেন, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ইমাম শামসি আলী, বায়তুল মামুর মসজিদের খতিব ইমাম দেলোয়ার হোসাইন, জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ইমাম আবু জাফর বেগ, ইসলামিক কালচারাল সেন্টার নিউইয়র্ক-এর খতিব ইমাম জাকির আহমেদ, দারুস সালাম মসজিদের খতিব ইমাম আবদুল মুকিত, মসজিদ আবু হোরাইরা’র খতিব মুফতি হাফিজ ফায়েকউদ্দিন, আল মামুর স্কুলের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ইমাম জাফের আলী, দারুল কোরআন ওয়াসসুন্নাহ-এর মোহাদ্দিস মাওলানা হামমাদ গাজীনগরী, হিফজি একাডেমির পরিচালক শেখ ওয়ালিদ ইলবাতরাউইশ এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত কাজী নাজমুল হাসান।

সিরাত কনফারেন্সে পবিত্র কোরআন পাঠ করেন জনপ্রিয় শিশু বক্তা ফাতিহা আয়াত, কবিতা পাঠ করেন রুমাইশা আনসারি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাশিদ শিল্পী ইকবাল এইচ জে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ সময় ধরে উপস্থিত দর্শক শ্রোতারা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনে অভিভূত হন। পরে অনুষ্ঠানে আগত শ্রোতারা ডিনারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360