স্টাফ রিপোর্টার: ‘আমি বাণিজ্যমন্ত্রী নাকি ব্যবসায়ি সেটা অনেক সময়ই ভুলে যাই’। তিনি বলেন, ‘৪০ বছর ধরে ব্যবসা করেছি, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। সে জন্যই কখনও কখনও ভুলে যাই যে, আমি বাণিজ্যমন্ত্রী নাকি ব্যবসায়ী।’ গতকাল রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার কার্যালয়ে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যদিও আমি বাণিজ্যমন্ত্রী, মন্ত্রী হওয়ার আগে প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসি, তখন ওই পরিচয়টা পাই। আমি নিজেই জানি না আমরা কখন একাকার হয়ে গেছি। আমরা সবাই জানি— দেশটা কোথায় এসেছে, কোথায় ছিল। কথা হয় সমালোচনা হয়। কিন্তু বাস্তবতা হলো— আমরা আজকের অবস্থানে এসেছি।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। এটা সর্বকালের রেকর্ড। একটা সময় ছিল, কখন বিদ্যুৎ আসে সেটার জন্য অপেক্ষা করতাম। আমি উত্তরবঙ্গের মানুষ। এখন আমার অঞ্চলে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। সারা দেশের হিসাব করলে ৯৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে।’
সেরা টিভি/আকিব