অনলাইন ডেস্ক:
দীর্ঘ কোভিড মহামারী পরিস্থিতির পর অবশেষে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। জানা গেছে, নভেম্বর থেকে বিশ্বের ৪৬টি দেশ থেকে করোনার ফুল ডোজ টিকাগ্রহণকারীরা প্রবেশ করতে পারবে থাইল্যান্ডে। খবর রয়টার্সের।
এ খবর নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। এক সপ্তাহ আগে ১০টি দেশকে থাইল্যান্ডে প্রবেশের কথা জানালেও তা বাড়িয়ে ৪৬ করা হয়েছে। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, ফ্রান্স, মালয়েশিয়া, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরো বেশ কিছু দেশ।
বলা হচ্ছে, কোভিড-১৯ টিকার ফুল ডোজ নেয়া থাকলে এসব দেশ থেকে কোয়ারেন্টাইন ছাড়াই দক্ষিণপূর্ব এশীয় দেশ থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। উল্লেখ্য, থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৭ লাখ মানুষের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। অন্যদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৮ হাজার মানুষ।
সেরা টিভি/আকিব