অর্ধ-শতক করে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। ফেরার আগে এ ওপেনার সংগ্রহ করেন ৬২ রান। তবে ফিফটি করে এখনো ব্যাটিং করে যাচ্ছেন মুশফিকুর রহিম (৫০*)। ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেটে ১৫৯।
অনেক দিন পর ওপেনিং জুটি রানের দেখা পাচ্ছিল। তবে বেশিদূর আগাতে পারেনি তারা। দলীয় ৪০ রানে ভেঙে যায় লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখের জুটি। লিটন ফিরেন ১৬ রান নিয়ে। আর সাকিব আল হাসান আউট হয়েছেন ১০ রান নিয়ে।
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে সেটি ছিল বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ। তবে তাতে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের হারিয়ে জয়ের উল্লাসে মেতে ছিল লঙ্কানরা। আজ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার পালা।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
সেরা টিভি/আকিব