স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত বাংলাদেশ বিমান থেকে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ বিমানের দুবাইফেরত ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। তিনি বলেন, ‘যাত্রীরা বিদেশ থেকে বৈধভাবে যে স্বর্ণ আনেন তার ৯৫ ভাগই চোরাকারবারীদের। চোরাকারবারীরা কৌশলে তাদের কাছে এসব স্বর্ণ পাঠাচ্ছে। যাত্রীরা চোরাকারবারীদের কাছ থেকে সুবিধা নিয়ে এসব স্বর্ণ আনছেন। পরে দেশে এসে এসব স্বর্ণ আবার চোরাকারবারীদের কাছে চলে যাচ্ছে।’
চোরাই স্বর্ণ পাওয়া বাংলাদেশ বিমানটি জব্দ করে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। এস ময় বিমান কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়ই শুল্ক গোয়েন্দাদের হাতে অবৈধ স্বর্ণের চালান ধরা পড়ে।
সেরা টিভি/আকিব