শঙ্কামুক্ত খালেদা জিয়া - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
শঙ্কামুক্ত খালেদা জিয়া - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

শঙ্কামুক্ত খালেদা জিয়া

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

অপারেশনের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুস্থ আছেন এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য জামিন প্রয়োজন। আর জামিন পাওয়াটা তার অধিকার বলেও জানান বিএনপি মহাসচিব। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল। বলেন, খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন, বর্তমানে শঙ্কামুক্ত। চেয়ারপার্সনের অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছাড়ানোর জন্য আহ্বান জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসকদলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার লাম্প অপারেশন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।

বিএনপি মহাসচিব জানান, অপারেশনের পর খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং ভাই শামীম এস্কান্দার এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গেও কথা বলেন।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতার খবরে গতকাল রবিবার লন্ডন থেকে দেশে আসেন শর্মিলা রহমান সিঁথি। এরপর রাত ৯টার দিকে খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শর্মিলা রহমান সিঁথি। সেখানে রাত ১১টা পর্যন্ত ছিলেন সিঁথি।

গত ১২ই অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুদিন আগে থেকে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছিল। হাসপাতালে ভর্তির পর গত দুই সপ্তাহে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে এ বিষয়ে পরিবার বা দলের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে গত এপ্রিল মাসে তিনি করোনা সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360