স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম খেলায় জয় পেল আফগানিস্তান। সোমবার রাতে স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারায় আফগানরা।
এর আগে শারজায় টস জিতে হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মুজিব-রশিদের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে ৬০ রানেই গুটিয়ে যায় স্কটিসরা। মুজিব ৫ টি ও রশিদ খান ৪টি উইকেট নেন।
দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ উড়ন্ত সূচনা এনে দেন। ৫৪ রানের জুটি গড়ে শাহজাদ (২২) আউট হন। জাজাই সাজঘরে ফেরার আগে ৩০ বলে করেন ৪৪ রান।
১০ ওভারে আগফানিস্তানের রান ছিল ৮২। শেষ ১০ ওভারে তারা তোলে ১০৮ রান। এর পুরো কৃতিত্ব রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জারদানের। দুজনের ৫২ বলে ৮৭ রানের জুটি আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। ৩৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৬ রান করেন রহমানুল্লাহ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে নাজিবুল্লাহ ৩৪ বলে করেন ৫৯ রান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
সেরা টিভি/আকিব