স্টাফ রিপোর্টার:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তাকে লাইনওআর থেকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের ওই আদেশে লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোরশেদ আলমকে গোয়েন্দা-মতিঝিল বিভাগ, মোহাম্মদ মহিউদ্দিনকে গোয়েন্দা-উত্তরা বিভাগ, মো. তারেকুল ইসলামকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগ, মো. নুরুল ইসলামকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. আসাদুজ্জামানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, ফেরদৌস আলম সরকারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, মো. দেলোয়ার হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ ও হালদার অর্পিত ঠাকুরকে লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।
সেরা টিভি/আকিব