গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু - Shera TV
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

গেল ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরও ৭ জন মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৮৪১ জন।

গেল একদিনে সারা দেশে ৮৩৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩০৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে দাঁড়াল। বুধবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরো জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২২৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৬শে অক্টোবর সকাল ৮টা থেকে ২৭শে অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ২৭ হাজার ৮৪১ জনের মধ্যে ১৭ হাজার ৮২৭ জন পুরুষ এবং ১০ হাজার ১৪ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনা বিভাগে ২ জন মারা গেছেন। এছাড়া বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৯১৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৮১ হাজার ৩৯৫ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৭৪ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360