ডুবে যায়নি ফেরী, দাবী নৌ মন্ত্রণালয়ের - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ডুবে যায়নি ফেরী, দাবী নৌ মন্ত্রণালয়ের - Shera TV
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

ডুবে যায়নি ফেরী, দাবী নৌ মন্ত্রণালয়ের

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ফেরি শাহ আমানত ডুবে যায়নি। কয়েকটি যানবাহন নিয়ে এটি কাত হয়ে হেলে পড়েছে। এমনটিই দাবি করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

এর আগে, বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে বেশকিছু যানবাহন নিয়ে ফেরি শাহ আমানত পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে পৌঁছানো মাত্রই কাত হয়ে হেলে যায় ফেরিটি। এসময় দু-তিনটি ট্রাক ও কয়েকজন যাত্রী ঝুঁকি নিয়ে নামার সুযোগ পেলেও ততক্ষণে ফেরিটির বেশিরভাগ অংশ ডুবে যায়। মুহূর্তেই ফেরিতে থাকা ১৭টি ট্রাক পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর অভিযানে যোগ দেয় বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজও ‘হামজা’। পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও জেলা প্রশাসকসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা। ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক দিনমনি শর্মা বলেন,‘ ডুবরিদল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’  তবে ফেরিটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360