এর আগে, বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে বেশকিছু যানবাহন নিয়ে ফেরি শাহ আমানত পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে পৌঁছানো মাত্রই কাত হয়ে হেলে যায় ফেরিটি। এসময় দু-তিনটি ট্রাক ও কয়েকজন যাত্রী ঝুঁকি নিয়ে নামার সুযোগ পেলেও ততক্ষণে ফেরিটির বেশিরভাগ অংশ ডুবে যায়। মুহূর্তেই ফেরিতে থাকা ১৭টি ট্রাক পদ্মা নদীতে পড়ে যায়।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর অভিযানে যোগ দেয় বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজও ‘হামজা’। পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও জেলা প্রশাসকসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা। ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক দিনমনি শর্মা বলেন,‘ ডুবরিদল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’ তবে ফেরিটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
সেরা টিভি/আকিব