অনলাইন ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে সফররত বাংলাদেশ দলের নামাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, অধিনায়ক মাহমুদউল্লাহর ইমামতিতে সাকিব, মুশফিক, রুবেল মুস্তাফিজসহ বাংলাদেশের ক্রিকেটাররা জামায়াতে নামাজ আদায় করছেন।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে আদায় করা নামাজের ছবি দিয়ে মুস্তাফিজ বলেন, নামাজ নিয়ে কোনো অজুহাত নয়। বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।
নাসির নামের একজন বলেন, ভুলে গেলাম সব মান অভিমান এটা দেখার পর। ইনশাআল্লাহ সকল ভুল শুধরে কালকে মাঠে নামবে। ইসরাত জাহান অন্তি নামের একজন তার প্রতিক্রিয়ায় বলেন, পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান হলো সিজদাহ্ যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।
ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরলে মাহিয়া তাসনিম প্রিয়া নামের এক নেটিজেন লেখেন, এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে কাজই করি না কেন, নামাজকে বাদ দিয়ে নয়।
রনি সরকার নামের একজন লেখেন, মুস্তাফিজুর রহমানের প্যান্ট ভাঙা দেখে ভালো লাগলো, আমরা অধিকাংশ মানুষই এইভাবে নামাজ পড়ি।
সেরা টিভি/আকিব